নিজস্ব প্রতিবেদক
যশোরের চিহ্নিত সন্ত্রাসী শহরের রেলগেট কলাবাগানপাড়ার রাজা ওরফে পিচ্চি রাজাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে আটক আটক করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, প্রায় এক যুগ আগে যশোর শহরের রেলগেট এলাকায় উথান হয় রাজা ওরফে পিচ্চি রাজার। এরপর থেকে ফেনসিডিল, হেরোইন, অস্ত্র, বোমা তৈরি সবই তার অপরাধমূলক কার্যক্রমের অংশ হয়ে ওঠে। দিনেদিনে তার প্রভাব বৃদ্ধি হলে একই এলাকার আরেক সন্ত্রাসী রমজানের সাথে আধিপত্য নিয়ে বিরোধ শুরু ২০২৪ সালের দিকে।
২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে তার নাম। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজি, হত্যাসহ সবখানেই তার নাম উঠে আসে। গতকাল বৃহস্পতিবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে আটক করা হয়। তার কাছ থেকে মদ ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, বোমাবাজি, মাদক ও মারামারিসহ দুই ডজন মামলা রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

 
									 
					