এসএম মিজানুর রহমান, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালী মন্দিরটি জাতীয়করণ ও আন্তর্জাতিক তীর্থ ক্ষেত্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকার সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রীর কাছে আবেদনে এই দাবির পাশাপাশি মন্দিরের সম্পত্তিগুলো সাধারণের ব্যবহারে কালী মন্দিরের নামে রেকর্ড করারও দাবি জানিয়েছেন। একই সাথে মন্দিরের সম্পত্তি ও অর্থ আত্মসাৎকারী মন্দিরের স্ব-ঘোষিত ভুয়া মালিকদ্বয় ও তার দোসরদের দ্রুত বিচার এবং নবগঠিত আহবায়ক কমিটি যাতে সুষ্ঠভাবে মন্দির পরিচালনা করতে পারে সে জন্য আবেদনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে আবেদনে বলা হয় ‘পবিত্র পুরান মতে সতী মায়ের ৫১ খন্ডের ০১ খন্ড এখানে পড়েছিল। যা একান্ন পিঠের এক পিঠ এই ঐতিহাসিক কালী মন্দির’। যা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বাংলাদেশ সফরকালে এই মন্দিরে এসে পূজা দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন ঐতিহাসিকভাবে এটি সার্বজনীন ‘যশোরেশ্বরী কালী মন্দির’।
আবেদনে আরো বলা হয়, উপজেলার ঈশ্বরীপুর মৌজার বিভিন্ন দাগের সম্পত্তি মন্দির শ্রেণিভুক্ত এবং এসব সম্পত্তি হিন্দু জনসাধারণের জন্য ব্যবহার্য হিসেবে এসএ খতিয়ানভুক্ত। তদুপরিও মন্দিরের জমি ভুয়া নামে রেকর্ড করাসহ পার্শ্ববর্তী বাস্তু, ডাঙ্গা ও পুকুরসহ অন্যান্য দাগের জমিগুলো মন্দিরের কাজে ব্যবহার হওয়া স্বত্বেও ওই সব সম্পত্তি স্থানীয় সুরেন্দ্র নাথ রেকর্ড করে নেন। এই স্বঘোষিত সেবাইতদ্বয়, মন্দিরের মালিক নন। বেআইনিভাবে মন্দিরের সম্পদ, সরকারি অনুদান ও ভক্তদের নিত্য দিনের প্রণামী, দক্ষিণা, দান ও সোনার গহনাসহ কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে মন্দিরের কোন উন্নয়ন না করে নিজেরা ভোগ বিলাস করছে। আবেদনে এসব অপরাধ তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি নতুন আহবায়ক কমিটিকে দায়িত্ব পালনের পাশাপাশি মন্দিকে জাতীয় ও অন্তর্জাতিক স্বীকৃতি দানের জন্যও বলা হয়েছে।
সর্বশেষ
- বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ
- যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, কারাদণ্ড
- সিমেন্ট-মাটি দিয়ে সার! যশোরে নকল সার তৈরির কারখানা উচ্ছেদ
- যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান : আ.লীগের পাঁচ নেতাকর্মী আটক
- নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টার পর বন্ধ ভারতীয় ভিসা সেন্টার
- যশোর সদর হাসপাতালে বার্মিজ চাকু নিয়ে যুবক আটক
- যশোর-২ আসনে বিএনপি প্রার্থীর বাসভবনে সন্ত্রাসী হামলা, কেয়ারটেকারের স্ত্রী আহত
- যশোরে তানভীর হত্যা মামলায় যেভাবে ধরা পড়ল ‘মুসা’
