নিজস্ব প্রতিবেদক
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল ও মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে। গতকাল ২৮ নভেম্বর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে যশোরের উপশহর এলাকার বাসিন্দা আল আমিন সরদার (৪২), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুলপাড়ার আজিজুল হকের ছেলে সাগর আহম্মেদ নিলু (২৮), আলমডাঙ্গা উপজেলার গৌড়িহাদ গ্রামের মৃত আলাউদ্দিন বাবুলের ছেলে শুভ (২৫), মঈনুল হকের ছেলে সেলিম রেজা (৩২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের জোয়াদ্দারপাড়ার মৃত জাকের মালিথা পাশার ছেলে আয়ুব আলী মালিথা (৫৮)।
পুলিশ জানিয়েছে, গত ১ আগস্ট রাতে যশোর শহরতলীর গাজীরদরগার জাহিদুল ইসলামের বাড়ি থেকে (যশোর-ল-১৩-৫৬৮৪) একটি পালসার ডবল ডিক্সের মোটরসাইকেল চুরি হয়। এছাড়া শহরের বিভিন্ন এলাকা থেকে আরো কিছু মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় ভুক্তভোগীদের দেয়া থানার অভিযোগে কনস্টেবল আব্দুল বাতেন তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরচক্রদের সনাক্ত করেন। এসআই আরিফ হোসেন ও রাজেশ দাশের সমন্বয়ে একটি টিম গত সোমবার বিকালে যশোরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের হোতা আল আমিন সরদার আলমগীরকে আটক করা হয়। এসময় চুরি কাজে ব্যবহৃত মাস্টার চাবি ও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও কুস্টিয়ায় অভিযান চালিয়ে আরো ৪জনকে আটক করা হয়।
একই সাথে আরো ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।