নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মীর বাড়িতে বোমা হামলার অভিযোগ করা হয়েছে। রবিবার রাত ১১ টার সময় যশোর সদরের ভায়না গ্রামে আলি মুনছুর’র বাড়িতে বোমা হামলার ঘটনাটি ঘটে। তার ঘরের জানালার পাশে ওয়ালে একটি বোমা নিক্ষেপ করে অজ্ঞাতরা পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত না হওয়ায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আলী মুনসুর বলেন, আমি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের ঈগল প্রতীকে কাজ করায় নৌকা মার্কার কর্মীরা আমার উপর ক্ষিপ্ত ছিলেন। যার কারণে আমার বাড়িতে বোমা হামলা করেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
চাঁদপাড়া ক্যাম্পের আইসি আমিনুর ইসলাম বোমাটি উদ্ধার করেন। তিনি বলেন কোন পক্ষ এই বোমা হামলার ঘটনা ঘটিয়েছে তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।