সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্যচিত্র ফাইলবন্দি
মানুষ জানেই না যশোর সমাজসেবা অফিসে কী হয়!
না জানার কারণে সুবিধা বঞ্চিত হচ্ছেন অনেকে
সুনীল ঘোষ
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর অর্থ-সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সমাজসেবা অধিদপ্তর। যশোরও পিছিয়ে নেই। তবে এখানে প্রচার-প্রচারণা নেই। ফলে সরকারের এই সুবিধাবঞ্চিত হচ্ছেন অনেকে।
যশোরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিত মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী উপবৃত্তি ও সুদমুক্ত ঋণ প্রদান কর্মসূচি কার্যক্রম চলমান রয়েছে। একই সাথে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালােেসমিয়া রোগীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা কর্মসূচি চালু রয়েছে।
সরকারের এই মিশন ও ভিশন বাস্তবায়নে কাজ করছে যশোর শহর ও উপজেলা সমাজসেবা অফিসগুলো। অসহায় দরিদ্র, দুস্থ, সুবিধাবঞ্চিত, অবহেলিত, বিপন্ন, এতিম শিশুর সুরক্ষা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় সুবিধা ভোগ করছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। পাশাপাশি এককালিন অর্থ সহায়তা পাচ্ছেন অন্তত ৬টি জটিল রোগের রোগী। কিন্তু যশোর জেলা সমাজসেবা অফিসের প্রচার-প্রচারণা নেই। না জানার কারণে অনেকেই সুবিধা বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সরকারের এই উন্নয়ন কর্মসূচি ও সাফল্যের তথ্যচিত্র ফাইলবন্দি করে রাখায় জানতে পারছেন না সর্বমহলের মানুষ। অনেকে জানেই না সমাজসেবা অফিস কোন কোন খাতে আর্থিক সহায়তা করে। কারো ধারণা তারা শুধুমাত্র ক্লাবের রেজিস্ট্রেশন দেয়। রেজিস্ট্রেশন প্রাপ্ত ক্লাবগুলো বছরে কিছু অর্থ সহায়তা ও খেলা সামগ্রী পেয়ে থাকে।
যশোর জেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে যশোর জেলায় বয়স্ক ভাতা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার ৭৩৪ জন নারী। স্বামী নিগৃহীতা মহিলা ভাতার আওয়ায় রয়েছেন ৫৪ হাজার ৪৭১ জন। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৪১ হাজার ৯৬১ ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ১ হাাজার ৬৪২ জন। গত অর্থ বছরে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পেয়েছেন ৭৬ হাজার ৩১১ জন।
একই অর্থ বছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪৩২ জন এককালিন ৫০ হাজার করে অর্থ সহায়তা পেয়েছেন। চলতি অর্থ বছরে চেক পাওয়ার অপেক্ষায় রয়েছেন ১৪৮ জন।
সমাজসেবা অফিস পেশাজীবী সমাজকর্মীদের দক্ষতা উন্নয়নেও প্রশিক্ষণ দেয়। তবে গত ও চলতি অর্থ বছরে কত মানুষ প্রশিক্ষণ পেয়েছেন তা জানাতে পারেনি কোনো সূত্র।
এদিকে ২০১৫ সালের মধ্যে দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান কর্মসূচি চালু করে। কিন্তু এই কর্মসূচি বেশিদূর এগুতে পারেনি। যারা ঋণ পেয়েছেন তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। এরফলে ঋণপ্রাপ্তদের ভাগ্য বদলে এই কর্মসূচি কতটা কার্যকর হয়েছে নাকি ভেস্তে গেছে তা নিশ্চিত করে বলা মুশকিল।
যশোর সমাজসেবা অফিসের আওতায় কয়েকজন উপকারভোগীর নাম-ঠিকানা জানতে চাওয়া হলে সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, স্যারের নির্দেশ ছাড়া কোন কিছুই দেয়ার ক্ষমতা আমার নেই। তিনি বলেন, জটিল রোগে আক্রান্ত রোগীদের অর্থ সহায়তা দেয়ার বিষয়ে আমি কাজ করি। চলতি অর্থ বছরে ১৪৮ জন রোগী চেক পাওয়ার অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে তিনি বলেন-এ সপ্তাহেই চেক বিতরণ করা হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, উন্নয়ন, কল্যাণ ও পুনর্বাসন, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহকে নিবন্ধন প্রদান, তাদের কার্যক্রমে সহায়তা প্রদান ও তত্ত্বাবধান, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন, সামাজিক অনাচার প্রতিরোধে সহায়তা প্রদান ও উদ্বুদ্ধকরণ, পেশাজীবী সমাজকর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ এসিডদগ্ধ ব্যক্তিদের সহায়তা ও উন্নয়নে সমাজসেবা অফিস কাজ করছে বলে তিনি দাবি করেন।
সরকারের সামাজিক নিরাপত্তায় উন্নয়ন কর্মসূচি ও সাফল্যের চিত্র নিয়ে প্রচারণা নেই কেন এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন আমাদের ওয়েবসাইটে সব আছে। বাকি কিছু জানতে স্যারের সাথে কথা বলার পরামর্শ দেন।
উপ-পরিচালক অসিত কুমার সাহা বলেন, যশোরে নানা কর্মসূচি চালু রয়েছে। তবে ভিক্ষুকমুক্ত কর্মসূচিটি যশোরে নেই। উপকারভোগীর সংখ্যা, নাম ও কয়েকজনের যোগাযোগের ঠিকানা চাওয়া হলে তিনি ৪/৫ জনের নাম-পরিচয়সহ বিভিন্নখাতে উপকারভোগীর সংখ্যার তালিকা দিতে বলেন সহকারী পরিচালক সাইফুল ইসলামকে। পরে তিনি জেলায় মোট উপকারভোগীর সংখ্যার প্রিন্ট কপি দেন। ওই তালিকায় কোন উপজেলায় কোনখাতে কতজনকে সহায়তা করা হয়েছে তা উল্লেখ নেই।
সর্বশেষ
- শার্শায় পেট্রোল পাম্প দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- কথিত এনায়েতকে চিনেন না মফিকুল হাসান তৃপ্তি
- ভারতে বাংলাদেশি ইলিশের দামে আগুন
- অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- প্রভাবমুক্ত এসএসসি পরীক্ষা নিতে ১৪০ ভেন্যু কেন্দ্র বাতিল করছে যশোর বোর্ড
- কাজিপুরে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া
- বিএনপি নেতা অমিতের পক্ষ থেকে যশোর পৌর ও সদরের ৮৪ মন্ডপে অর্থ প্রদান
- ভৈরব নদের পাড়ের দোকান উচ্ছেদ