নিজস্ব প্রতিবেদক
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শনের জন্য যশোরে সপ্তাহব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং যশোর জেলা প্রশাসন আয়োজিত এ মেলা চলবে আগামী ৭ জুন পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৬০ ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্পোদ্যোক্তা মেলায় অংশ নিয়েছে। এসব শিল্পোদ্যোক্তা তাদের উৎপাদিত চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াকরণ পণ্য, পোশাক ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। তবে ৫ জুন যশোর সদর উপজেলার নির্বাচনের কারণে এ দিন মেলা বন্ধ থাকবে।
শনিবার বিকেলে শহরের টাউন হল মাঠে প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদ, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহীন, যশোরের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, নাসিব যশোরের সভাপতি সাকির আলী অনুষ্ঠানে বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বক্তারা বলেন, ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও দেশীয় পণ্য মেলা এসএমই ফাউন্ডেশনের একটি সময়োপযোগী আয়োজন। এ সম্মেলনের মাধ্যমে আমাদের দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ হবে। দেশের কর্মজীবী নারীদের একটা বিশাল অংশ এসএমই খাতের সঙ্গে যুক্ত। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ঘরে ঘরে ছোট ছোট শিল্প গড়ে তোলার জন্য নিরলস কাজ করছে এসএমই ফাউন্ডেশন।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের টাউন হল মাঠে এসে শেষ হয়। এতে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিল্পোদ্যোক্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।