কল্যাণ ডেস্ক: যশোরের শার্শায় প্রায় দুই কেজি ওজনের ১৭টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। শনিবার উপজেলার পাঁচভূলট সীমান্তের নয়কোনা বটতলা এলাকা থেকে এসব বার উদ্ধার করা হয়।
পলাতকরা হলেন- শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আমজাদ আলীর ছেলে রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের নবীসদ্দীর ছেলে শাহালম।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, পাঁচভূলট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার ভারতে যাবে- এমন সংবাদে নয়কোনা বটতলা থেকে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজনতে থামতে বলা হয়। কিন্তু না থেমে তাদের কাছে থাকা দুটি কাগজের পোঁটলা ফেলে পালিয়ে যান। ফেলে যাওয়া কাগজের পোঁটলায় এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।
আরও পড়ুন: ছোটদের চাহিদা মতো স্কুল ব্যাগ কিনতে দোকানে ভিড়