নিজস্ব প্রতিবেদক: যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ফিরোজ হোসেন নামে এক মাদক বিক্রেতাকে ঘর থেকে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করেছে।
তার বাড়ি সদর উপজেলার তালবাড়িয়া কলেজপাড়া গ্রামে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সোমবার রাতে মামলা হয়েছে। মঙ্গলবার ২৭ ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক সৈয়দ নূর মোহাম্মদ জানান, সোমবার বিকেলে ফিরোজ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ফিরোজ হোসেনকে ৩শ’ গ্রাম গাঁজাসহ করা হয়।