নিজস্ব প্রতিবেদক: যশোরে পূর্ব শত্রুতার জের ধরে স্কুল ছাত্রকে তৌহিদুল ইসলাম তোহাকে ছুরিকাঘাতের ঘটনায় দুই দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আটক দুইজনসহ ৫ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি শহরের টাউন হল গেটে এই ঘটনার পরে ৩ ফেব্রুয়ারি আহতের ভাই সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার হাদিউজ্জামান বাদি হয়ে মামলাটি করেছেন।
আটকরা হলো, যশোর শহরতলীর ছোট শেখহাটি গ্রামের হঠাৎপাড়ার আসিফ হোসেন ও সুইট।
এই মামলার পলাতক আসামিরা হলো, শহরতলীর ছোট শেখহাটি গ্রামের ক্লাব মোড়ের সাকিব হোসেন, একই এলাকার সাকিল হোসেন ও বাহাদুরপুর গ্রামের পশ্চিমপাড়ার নয়ন হোসেন।
এজাহারে হাদিউজ্জামান উল্লেখ করেছেন, তার ছোট ভাই তৌহিদুল ইসলাম তোহা বাহাদুপুর মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করে। আসামিরা উঠতি বয়সের সন্ত্রাসী। তাদের সাথে তোহার পূর্ব বিরোধ ছিল। তারই জের ধরে গত ১ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে তোহা যশোর শহরের মুজিব সড়কের টাউন হল মাঠের গেঠে অবস্থানকালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তোহার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় আসামিরা। পরে স্থানীয়রা তোহাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় আহত তোহার ভাই থানায় মামলা করার পরে গতকাল বৃহস্পতিবার সকালে শেখহাটি এলাকা থেকে ওই দুই আসামিকে আটক করে পুলিশ।