নিজস্ব প্রতিবেদক :
যশোরে জেলা শিল্পকলা একাডেমিতে ‘বারো মাসে তেরো পার্বণের দেশ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। বুধবার বিকেলে এ উৎসবে হরেক রকমের পিঠা ও সন্ধ্যা রস দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। মাঘের মাঝামাঝিতে আমন ধানের চাল ও খেজুর রসের গুড়ের মৌ মৌ গন্ধের সাথে বাংলার মন ভোলানো সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ হিসেবে ঘরে ঘরে তৈরি হচ্ছে পিঠা। যা বাংলা ও বাঙালির লোকজ সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। নাগরিক জীবনে এ সংস্কৃতির বহিঃপ্রকাশে যশোরে মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির সভাপতি ও যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, সাংস্কৃতিক রাজধানী যশোর তার ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। এমন আয়োজন অব্যাহত রাখতে হবে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সহ-সভাপতি ফরাজী আহমেদ সাঈদ বুলবুল, সাজ্জাদুর রহমান বিপ্লব, যুগ্ম সম্পাদক অনুপম দাস, নির্বাহী সদস্য শহিদুল হক বাদল, অ্যাড. বাসুদেব বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী ও যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পকলা একাডেমি, উদীচী যশোর জেলা সংসদ, নৃত্যবিতান, পুনশ্চ, সুরধুনী, সুরবিতান, ভৈরব যশোর, শেকড়, চাঁদের হাট, মা নৃত্যালয়, উৎকর্ষ, কিংশুকের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে মোট ১০ রকম পিঠা প্রদর্শন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন।