নিজস্ব প্রতিবেদক
যশোরে দিনে দুপুরে বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা সাড়ে ৫লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সর্বমোট ৬ লাখ টাকার বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। সোমবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার হামিদপুর বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পপিয়া সুলতানা (৩০) যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পাপিয়া সুলতানা হামিদপুর চাঁদপাড়া এলাকার ইবাদ আলীর স্ত্রী।
লিখিত অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেছেন, সোমবার দুপুরে বাড়ি থেকে শহরের চিত্রামোড়ে মেট লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে জরুরি কাজে যায়। দুপুরে বাসায় ফিরে দেখি চোরে ঘরের কাঠের দরজা ভেঙ্গে আলমারীর ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার, টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার যার মূল্যে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং ৩ ভরি রুপার গহনা, কিছু নতুন কাপড় চোপড়, ইনডাকশন ওভেনসহ সর্বমোট পাঁচ লক্ষাধিক টাকাসহ আরো অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। তিনি আরো উল্লেখ করেন, পূর্ব বারান্দী পাড়ার আলী আহম্মেদের ছেলে ইলিয়াজ হোসেনের সঙ্গে তার স্বামী ইবাদ আলীর সঙ্গে জমি জায়গার বিষয় নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এর পর গত বেশকিছু ধরে ইলিয়াজ তাদের বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা হয়। ফলে এই চুরির ঘটনায় ইলিয়াজের উপর সন্দেহ হয়। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম বলেন, ভুক্তভোগী চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে।