নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর চাঁচড়া গোলদারবাড়ি এলাকার একটি মবিল কারখানায় তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অবৈধভাবে ভারতীয় মোতুল কোম্পানির মবিল বোতলজাত করার অপরাধে ওই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান নকল মবিল তৈরি করে ভারতীয় ব্যান্ডের মোতুল কোম্পানির বোতলজাত করে বাজারে বিক্রি করে আসছে। এতে একদিকে মোতুল কোম্পানির ডিলার যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি গাড়ির মালিকরাও আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। কেননা নকল মোবিলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়ে থাকে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, ভারতীয় মোতুলসহ ৩টি ব্র্যান্ডের নামে সেখানে মবিল বোতলজাত করা হচ্ছে। অবৈধভাবে এসব কাজ করা হচ্ছিলো। বোতলজাত করার জন্য সেখানে ৫টি ব্যারেলে মবিল মজুদ অবস্থায় দেখা যায়। আরও ৪টি ব্যারেল খালি ছিলো।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মালিক চাঁচড়া ডালমিল এলাকার জনৈক সাহেব আলী।
অভিযানকালে তাকে পাওয়া যায়নি। তবে সেখানে কর্মরত অবস্থায় ৩ জন কর্মচারীকে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা এ বিষয়ে কোনোকিছু বলতে পারেননি। প্রতিষ্ঠানটি বৈধ না অবৈধ এ বিষয়ে মালিক সাহেব আলী বলতে পারবেন বলে তারা জানিয়েছেন। সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব আরো জানান, যদি মবিল বৈধভাবেও বিদেশ থেকে আমদানি করা হয়, কিন্তু এ ধরনের কর্মকা- অবৈধ। মালিক সাহেব আলীকে না পাওয়ায় প্রতিষ্ঠানের দরজায় তালা ঝুলিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কর্মচারীদের। মালিক ঢাকায় রয়েছেন বলে জানতে পেরেছেন। তিনি যশোরে ফিরে যোগাযোগ করলে অবৈধ কর্মকাণ্ডের জন্য তাকে অর্থদণ্ড প্রদান করা হবে। এধরণের নকল মবিল বাজারজাতকরণে প্রকৃত ব্যবসায়ী ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।
৩ Comments
I like the setup and getup of Kalyan Patrika very much.
Pingback: বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে সফল মোহম্মদ আলী
Pingback: গণধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪