নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় গত কয়েক দিন আগে ৭ বছরের পাশবিক নির্যাতনের শিকার সেই শিশুর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘটনা জানার পর মানবিক ও রাজনৈতিক দায়িত্ববোধ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুটির খোঁজখবর নিতে নেতৃবৃন্দকে নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে শিশুটির চিকিৎসার অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য যশোরে এসেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. রফিকুল ইসলাম।
তিনি সোমবার সকাল সাড়ে ১০টায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে সঙ্গে নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে আসেন।
হাসপাতালে তারা চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি নির্যাতিত শিশুটির মায়ের সঙ্গেও কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় জেলা বিএনপি ও ড্যাব যশোরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত ও ডা. রফিকুল ইসলাম। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।