নিজস্ব প্রতিবেদক: যশোর সদরে সিরাজুল ইসলাম (৬০) নামে এক বাবার আত্মহত্যার খবর শুনে ছেলে সোহেল হোসেনও (২৮) আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে সুলতানপুর মাঠে গাছে গলায় ফাঁস দিয়ে সিরাজুল ও সতীঘাটা রেললাইনে ছেলে সোহেল আত্মহত্যা করেছেন। তারা সদরের সুলতানপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সিরাজুল ইসলামের তিন মেয়ে ও একমাত্র ছেলে সোহেল। তিনটি মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়েছে। পারিবারিক কলহের কারণে শুক্রবার দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহগুনি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বাবা সিরাজুল আত্মহত্যা করেন। বাবার আত্মহত্যার খবর শুনে ছেলে সোহেল দুপুর ৩ টার দিকে সতীঘাটায় চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন।
সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আমিনুল ইসলাম জানান, সুলতানপুর মাঠে সিরাজুল ইসলামকে গলায় ফাঁস দেয়া ঝুলে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, সদরের রাজারহাট রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুনেছি তার বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ খবর শুনে তিনি ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।