নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন হতাহত হয়েছেন। এরমধ্যে সদরের ঝুমঝুমপুর বালিয়াডাংগা গ্রামের নাজমুল ইসলাম (৩৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আহতরা হলেন, শহরের সিটি কলেজপাড়ার বউ বাজার এলাকার নাইস হোসেন (৩০) ও একই এলাকার সাদ্দাম হোসেন (২৮)।
নিহত নাজমুলের স্বজন তাজিমুল ইসলাম জানান, নাজমুল বুধবার দুপুরে ইজিবাইক নিয়ে মনিহার বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন। পথে সদরের ঝুমঝুমপুর বিসিকের সামনে পৌঁছলে সামনে থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজোয়ান উদ দারাঈন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এছাড়াও তিনি জানান, তার বুকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
অপর দিকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাইস ও সাদ্দাম দুই বন্ধু মোটরসাইকেল যোগে মনিহার থেকে চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আরএন রোড বাটারফ্লাই শো-রুমের সামনে পৌঁছলে সামনে থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাদের মাথায়সহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে নাইস নামে একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।