নিজস্ব প্রতিবেদক
যশোরে ফুটবল খেলার মাঠ নিয়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সদরের বসুন্দিয়ার গাইদগাছি গ্রামে। আহতরা সকলেই ওই গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে তিনজন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এবিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
আহতরা বলেন, সকালে ফুটবল খেলার উদ্দেশ্যে টিটো খন্দকারের ছেলে সাকিব খন্দকার (১৭), উজ্জল হোসেন (২১), তার ভাই রনি হাসান (১৮), জসিম উদ্দিনের ছেলে নাসিম হোসেন (১৮), লিটু খন্দকারের ছেলে লিখন খন্দকারসহ (১৮) কয়েকজন গাইদগাছি সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে গেলে একই এলাকার তৌফিক ইলাহি সানি তাদেরকে জানায় সিনিয়রদের খেলা আছে। জুনিয়ররা মাঠে খেলতে পারবে না বলে তিনি জানান। এসময় তার সাথে তর্কবিতর্ক শুরু হলে আব্দুল আজিজ, রুবেল হোসেন, রাহাদ হাসান, সবুজ হোসেনসহ ৪/৫জন ধারালো হাসুয়া, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, তাদের সকলের শরীরের বিভিন্ন স্থানে জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে রনি ও লিখনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকলেই আশংকা মুক্ত।
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শফিকুল আলম চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।