নিজস্ব প্রতিবেদক
যশোরে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এমএমডিএফ) এর আয়োজনে ও যশোর সরকারি মহিলা কলেজের সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা বানান শুদ্ধিকরণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের উন্মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন। বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খান, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক কল্যাণের বার্তা সম্পাদক এইচ আর তুহিন ও যশোর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দীপ্তি মিত্র।
শুভেচ্ছা বক্তব্য দেন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা জহির ইকবাল। কুইজ ও বাংলা বানান শুদ্ধিকরণ প্রতিযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদেরকে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন। সব শেষে বিতর্ক ও ক্যারিয়ার ডেভোলপমেন্ট এর উপর প্রশিক্ষণ প্রদান করেন জহির ইকবাল।
বাংলা বানান শুদ্ধিকরণ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন বুশরা সিদ্দিকী, ২য় লিমা খাতুন ও ৩য় হন ফারজানা ইয়াসমিন। আর কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন ফাতেমা জান্নাত বনি, ২য় নুসরাত জাহান মৌ ও ৩য় হন আনিকা নাওয়ার। অনুষ্ঠান সঞ্চলনা করেন এমএমডিএফবিডি এর সভাপতি শ্রাবণী আক্তার বন্যা।
