বিবেক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যশোর সদর উপজেলার সমসপুর তীরেরহটে ওল্ড কেয়ার হোম বৃদ্ধাশ্রমের অর্ধশত মাকে শাড়ি, সেমাই, চিনি, সাবান, মশলা, তেল, দুধসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
এর আগে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি জিএম ওবায়দুল ইসলাম অভির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ্উদ্দীন সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক’র উপদেষ্টা অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ। বিশেষ অতিথি ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের উপপরিচালক ও বিবেক’র উপদেষ্টা আব্দুল আলিম, ওল্ড কেয়ার হোমের সভাপতি জোৎস্না মুখার্জি ও বিবেক সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবেক’র সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ এম এইচ উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান শিমুল, দফতর সম্পাদক এ্যান্টনি দাস অপু, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক নাজমুস্ সানি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আসিফ সেতু, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ইসতিয়াক রবিন, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম শোভন, নির্বাহী সদস্য সৈয়দ মাসুম হোসেন, আশিকুর রহমান টনি, তরিকুল ইসলাম, সেলিম হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বৃদ্ধাশ্রমের মায়েদের সাথে বাহারি ফলমূল ভিন্ন ভিন্ন স্বাদের খাবার নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি