নিজস্ব প্রতিবেদক
যশোরে মধু আহরণের সময় মৌমাছির কামড়ে গুরুতর অসুস্থ হয়েছেন কয়েকজন পথচারী। এদের মধ্যে বাবা-মেয়েকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে শহরের চাঁচড়া রায়পাড়ায় এ ঘটনা ঘটে। ভর্তি দুজন হলেন- চাঁচড়া রায়পাড়ার কাউছার আলী (৪২) ও তার স্কুলপড়ুয়া শিশুকন্যা কাসপিয়া আনহা (৮)।
আহত কাউছার আলী বলেন, স্থানীয় একটি আম গাছে মৌমাছির চাক রয়েছে। সেখান থেকে মধু আহরণের সময় মৌমাছি ঝাকে ঝাকে উড়ে এসে পথচারীদের কামড় দেয়। এ সময় কাউসার আলী, তার মেয়ে আনহাসহ আরও দুই নারী পথচারী মৌমাছির হুলের বিষে আসুস্থ হন। এসময় স্থানীয়রা তাদেরকে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ওই বাড়িতে বসবাসকারীর নির্দেশে কথিত এক রাজমিস্ত্রি কোনো রকম ধোঁয়ার ব্যবস্থা না করে মধু আহরণের চেষ্টা করেন।
এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, সকালে মৌমাছির কামড় খেয়ে দুইজন হাসপাতালে আসেন। তারা বর্তমানে আশঙ্কামুক্ত।