নিজস্ব প্রতিবেদক
যশোরে অস্ত্র গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী মেহেদী হাসান সাকিব (১৯) কে আটক করেছে র্যাব ৬ যশোর সিপিসি ৩। বৃহস্পতিবার মধ্য রাতে সদর উপজেলার মোবারক কাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় ওয়ানশুটারগান ও ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে র্যাব। আটক মেহেদী হাসান সাকিব মোবারক কাটি এলাকার শহিদ মোড়লের ছেলে।
আটকের বিষয়ে র্যাব ৬ এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমেদ সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃত আসামী সাকিবের বিরুদ্ধে একাধিক মাদক ও চাঁদাবাজির অভিযোগ থাকায় তাকে আটকের অভিযানে নামে র্যাব। বৃহস্পতিবার মধ্য রাতে যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সদর উপজেলার মোবারক কাটি এলাকায় সাকিবসহ কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজি এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও র্যাবের হাতে আটক হয় সাকিব। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একটি দোতালা বাড়ীর ছাদ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও দেশীয় তৈরি একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয় ।
তিনি জানান, পরবর্তী জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দিয়ে আসামীকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, র্যাব ৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো: নাজমুল হক ।
আরও পড়ুন: যশোরে স্কুল শিক্ষককে জিম্মি করে চাঁদা দাবি, ১০ জনের নামে মামলা
