নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড যশোর শাখার আয়োজনে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ বিষয়ে আলোচনা ও গ্রাহক শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের জাবির হোটেল ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্পোরেট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট এস. এম. মহিউদ্দীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও যশোর শাখার ব্যবস্থাপক সাঈদুর রহমান। অনুষ্ঠানে যশোর জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর পৌরসভার প্রাক্তন মেয়র জহিরুল ইসলাম চাকলাদার (রেন্টু), বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শামীম চাকলাদার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী তানভীরুল ইসলাম (সোহান) প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংক্ষিপ্ত ব্যক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের যশোর শাখার ইমাম মাওলানা নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড যশোর শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক সাঈদুর রহমান, খুলনা শাখার ব্যবস্থাপক চৌধুরী ফিরোজ হাসান, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জি এম কামরুজ্জামানসহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।