নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার গোয়ালদহ গ্রামে শ্বাশুড়ি ও পুত্রবধূকে মারপিটে জখমের অভিযোগে প্রতিবেশি ৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গোয়ালদহ মধ্যপাড়ার মিকাইল হোসেন মামলাটি করেন।
ৎআসামিরা হলো, একই গ্রামের মফিজুর মোড়ল (৫০)ও তার তিন ছেলে রায়হান (২৫), বাবু (২৬) ও তপু (৩২) এবং রবিউল ইসলাম (৪৫) ও তার ছেলে হাসান (২২)।
এজাহার সূত্রে জানা যায়, তার ভাবি হামিদা বেগম (৫০) ও বৌমা রেশমাকে (২৫) আসামিরা বিভিন্ন সময় নানা হুমকি ধামকি দিয়ে আসছিল। গত ৭ জানুয়ারি হামিদা ও রেশমা বাড়ি থেকে বের হলে সকাল ৯টার দিকে গোয়ালদহ গ্রামের ঈদগাহের সামনে আসামিরা লাঠি সোটা নিয়ে তাদের ওপর আক্রমণ করে মারপিটে জখম করে। তাদের পরনের কাপড় টেনে শ্লীলতাহানী ঘটনায় এবং নগদ সাড়ে ২২ হাজার টাকা ও ৫৫ হাজার টাকা মূল্যের সোনার গহনা ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে দুইজনকে যশোর জেনারেল হসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।