নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে (১৬) বিয়ের প্রলোভনে অপহরণের অভিযোগে এক মাসপর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ওই শিক্ষার্থীর নানী তিনজনকে আসামি করে মামলাটি করেন।
আসামিরা হলো, মাগুরা সদর উপজেলার গাংনি চড়পাড়ার হাবিবুল্লাহ (২০), নাজমুল শেখ (৪৫) এবং রাশেদুল শেখ (৪৩)।
এজাহারে ওই স্কুল ছাত্রীর নানী উল্লেখ করেছেন, তার নাতনীর বাড়ি ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে। সে তার বাড়িতে থেকে লেখাপাড়া করে। তার বাড়ির ভাড়াটিয়া ইকবাল হোসেনের বাড়িতে প্রায় সময় আসতো আসামিরা। সেই সুবাদে তার নাততীর সাথে আসামিদের পরিচয় হয়। এবং আসামির হাবিবুল্লাহ নানাভাবে তার নাতনীকে কুপ্রস্তাব দিতো। বিষয়টি জানতে পেরে তিনি ইকবাল হোসেনের মাধ্যমে আসামিদের নিষেধ করেন। কিন্তু তারা শোনেনি। বরং তারা তার নাতনীকে অপহরণের ষড়যন্ত্র করে। গত ১১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তার নাতনী খাবার কেনার জন্য চাঁচড়া বাজারের দিকে যায়। সে সময় আসামিরা দুইটি মোটরসাইকেল করে এসে বিয়ে প্রলোভন দেখিয়ে তার নাতনীকে অপহরণ করে নিয়ে যায়। তিনি জানতে পেরে ইকবাল হোসেনের মাধ্যমে আসামি রাশেদুলের সাথে যোগযোগ করেন। তারা তার নাতনীকে ফেরৎ দেবেন বলে আশ্বাস দেন। কিন্তু আজ না কাল বলে সময়ক্ষেপণ করে। বাধ্য হয়ে নাতনীকে ফেরৎ পাওয়ার আশায় তিনি থানায় মামলা করেন। আসামিরা তার নাতনীকে ঢাকার অজ্ঞাত স্থানে আটকে রেখেছে বলে তিনি ধারণা করছেন।