নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের চৌরাস্তা মোড়ে কোতয়ালি থানার সামনে মসজিদের উত্তর গেটে গাঁজা বিক্রির অভিযোগে শাহাজাহান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার ডালমিলের বাসিন্দা। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
কোতয়ালি থানা সূত্রে জানা গেছে, থানার এক এস আই বুধবার রাত ৯ টার দিকে গোপন সূত্রে খবর পায়- কোতয়ালি থানার সামনে মসজিদের উত্তর গেটের সামনে এক মাদক বিক্রেতা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা শাহাজাহান পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে চালান দেয়া হয়।