নিজস্ব প্রতিবেদক: যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোট গ্রহণকে সামনে রেখে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বুধবার শহরের আরএন রোডে গণসংযোগ করেছেন দুই প্যানেলের প্রার্থীরা। ৩৯ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান, সাজ্জাদুর রহমান সুজা, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ও ইদুল চাকলাদার।
ব্যবসায়ী অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছেন সংস্থার সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর কবু-মিজানুর রহমান ও আসাদুজ্জামান মিঠু।
ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য এজাজ উদ্দিন টিপু বলেন, আমাদের প্যানেল গতকাল শহরের আরএন রোড এলাকায় ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়েছি। সেখানে আমরা ভোটারদের ভোট প্রার্থনা করেছি। দীর্ঘ ৮ বছর পর ভোট উৎসবে যোগ দিতে ভোটাররা সাথে থাকবেন বলে আমাদেরকে আশস্ত করেছেন।
ব্যবসায়ী অধিকার পরিষদের প্যানেল লিডার মিজানুর রহমান বলেন, গতকাল শহরের আরএন রোডে আমরা গহসংযোগ করেছি। পর্যায়ক্রমে সবার কাছে যাব।
মিজানুর রহমান খানের প্যানেলে সাধারণ সদস্যরা হলেন, চেম্বারের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, সাবেক সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, তরুণ ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী এজাজ উদ্দিন টিপু, কবি কাসেদুজ্জামান সেলিম, আবদুল হামিদ চাকলাদার ইদুল, সায়েম সিদ্দিকী, সাদিক আলী, এহসানুর রহমান লিটু, মোকসেদ আলী, খায়রুল কবীর, শেখ আতিকুর রহমান বাবু ও শাহিনুর হোসেন ঠান্ডু।
সহযোগী পদে রিজভি জাহাঙ্গীর কিবরিয়া, সোহেল মাসুদ হাসান টিটো, তৌহিদুর রহমান, ইদ্রিস আলী, আজিজুর রহমান খান ও শাহজাহান আলী খোকন।
হুমায়ন কবীর কবু প্যানেলের সদস্যরা হলেন, হুমায়ুন কবীর কবু, সাবেক নির্বাহী সদস্য মিজানুর রহমান, আসাদুজ্জামান মিঠু, আহসান হাবিব চৌধুরী, মাহবুব আলম লাবলু, রবিউল ইসলাম রবি, আহসান কবির নিপু, জাকির হোসেন পলাশ, উজির হোসেন, রাজু আক্তার, কামাল হোসেন পলাশ ও মহাসিন আলী মিলন। সহযোগী পদে সাহিদুর রহমান টিটো, জিল্লুর রহমান, মশিয়ার রহমান, শাহিন রেজা, হাফিজুর রহমান শিলু, শেখ সাইদুর রহমান। এছাড়া সহযোগীতে স্বতন্ত্র হিসেবে ভোটে লড়ছেন সৈয়দ এনামুল করিম।
২০২৩ সালের ৭ জানুয়ারি যশোর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।