নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ বাস্কেটবল লিগের দ্বিতীয় দিনে তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছে। বুধবার যশোর বাস্কেটবল গ্রাউন্ডে ম্যাচ গুলোতে জয় পেয়েছে চাঁদের হাট, অ্যাপেক্স বাস্কেটবল ক্লাব নজরুল সিদ্দিকী স্মৃতি সংসদ। তাদের কাছে যথাক্রমে পরাজিত হয়েছে লেকার্স, ফ্যালকন ক্লাব ও সন্ধানী ক্রীড়া চক্র।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চাঁদের হাট ও লেকার্স। ম্যাচে চাঁদের হাটের কাছে ৬৯-৪৫ পয়েন্টে হারে লেকার্স। ম্যাচে প্রথম কোয়ার্টারে ৮-৮ পয়েন্টে সমতায় শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারে ১৫-৬ ও তৃতীয় কোয়ার্টারে ২০-১০ পয়েন্টে এগিয়ে ছিলো চাঁদের হাট এবং তৃতীয় কোয়ার্টারে ২১-১৮ পয়েন্টে এগিয়ে ছিলো লেকার্স।
দ্বিতীয় ম্যাচে এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব ৬০-১২ পয়েন্টে ফ্যালকন ক্লাবকে পরাজিত করে। ম্যাচে একক আধিপত্য বিস্তার করে খেলে এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব। চারটি কোয়ার্টারে ফলাফল এগিয়ে ছিলো ১২-৬, ২১-০, ১০-৪ ও ১৭-২ পয়েন্টে এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব।
দিনের শেষ ম্যাচে নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘের বিরুদ্ধে মাঠে নামে সন্ধানী ক্রীড়া চক্র। ম্যাচে নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ ৬২-৫ পয়েন্টে সন্ধানী ক্রীড়া চক্রকে পরাজিত করে। চারটি কোয়ার্টারে এগিয়ে ছিলো নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ। কোয়ার্টারে পয়েন্ট হলো ১৪-২, ৬-০, ২৬-৩ ও ১৬-০ পয়েন্টে।