এম এ রাজা: ২৯ মে শেষ হয়েছে যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবারের লিগে ব্যাটারদের কাছ থেকে তেমন কোন বড় রানের ইনিংস দেখা যায়নি। ৩৬ ম্যাচে ব্যাটসম্যানদের উইলো থেকে এসেছে ৩১ টি অর্ধশতক ও ২ টি শতক। লিগের প্রথম শতকটি আসে ‘অপেশাদার’ ক্রিকেটার তকমা লাগা সূর্য সংঘের হাবিবুর পিয়াসের ব্যাট থেকে। পিয়াস চার ইনিংস ব্যাট করে তুলে নেন আরও একটি অর্ধশতক। এক সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে (২০২) রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। লিগের অপর সেঞ্চুরিটি আসে চ্যাম্পিয়ন যশোর ক্রিকেট ক্লাবের ওপেনার রুশাদ হোসেনের ব্যাট থেকে। রুশাদের ১১৯ লিগের সর্বোচ্চ রানের ইনিংস। এই সেঞ্চুরির আগে আরও একটি হাফসেঞ্চুরি আসে রুশাদের ব্যাট থেকে। তাতে ১৯৬ রান নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেলা দলের এই অলরাউন্ডার।
তবে সেঞ্চুরি না করলেও এই দুজনকে টপকে রান সংগ্রহের তালিকায় শীর্ষে রয়েছে আসাদ ক্রিকেট একাডেমির হয়ে খেলা আজিম শেখ অয়ন। লিগে আজিম শেখের ব্যাট নিয়মিত হেসেছে। একটি ফিফটি করলেও বেশ কয়েকটি ৪০ ছাড়ানো ইনিংস আছে। আর তাতে ২১৪ নিয়ে শীর্ষে নিজের নামটা সুসংহত করেছেন। এরপরেই আছেন গতবারের সর্বোচ্চ রান সংগ্রহকারী যশোর ক্রিকেট ক্লাবের আহাদ গাজী।
শীর্ষ ১০ রান সংগ্রহের তালিকায় নেই নতুন কোন মুখ। মাঝে মাঝে অনেকের ব্যাটে ঝলক দেখা গেলেও নিয়মিত রান আসেনি।
তবে ব্যাটসম্যানদের তালিকায় বড় চমক হয়ে এসেছেন জাগরণী সংসদের হয়ে খেলা ডানহাতি পেসার হাসানুর। বয়সভিত্তিক পর্যায়ে জাতীয় দলে খেলা এই ক্রিকেটার প্রায় হারিয়ে যেতে বসেছিলেন। এই লিগে দারুণভাবে ফিরে এসেছেন। পাঁচ উইকেট পেলেও বল হাতে ছিলেন দারুণ নিয়ন্ত্রিত। তবে ব্যাট হাতে তার আগ্রাসন ছিল চোখে পড়ার মত। ছয় ইনিংসে ব্যাট হাতে নেমেছেন। এর মধ্যে পাঁচবার প্রতিপক্ষের বোলাররা আউট করতে পারেননি। ছয় ইনিংসে একবার আউট হওয়ায় তার গড় দাঁড়িয়েছে ১৬৮। ১২৫.৩৭ স্ট্রাইকরেট যেকোন ব্যাটারের জন্য ঈর্ষনীয়।
এদিকে ব্যাট হাতে হতাশ করেছেন দেশের শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলা হাসানুজ্জামান, ইমরানুজ্জামান ও মঈনুল ইসলাম সোহেল। বিপিএল খেলা ইমরানুজ্জামান পাঁচ ইনিংস থেকে করেছেন ৮৯ রান। বিপিএল খেলতে যাওয়ার আগে ১৮ বলে ৩৪ রানের ইনিংসটি সেরা। হাসানুজ্জামান ৩ ইনিংসে ৫৭ রান করেন। ২৪ বলে ৪৭ রান সেরা। এছাড়া আরএন রোড ক্রীড়া চক্রের অধিনায়কের দায়িত্ব পালন করা খুলনা বিভাগীয় দলের অলরাউন্ডার মঈনুল ইসলাম সোহেল করেছেন ৬৩ রান।
অপরদিকে নিয়মিত বোলিং ঝলক দেখা গেছে বাঁহাতি স্পিনারদের কাছ থেকে। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের নামের তালিকায় দেখা গেছে বাঁহাতিদের আধিক্য। ১৭ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে জাগরণী সংসদের অমিত কুমার নয়ন ও টিপু সুলতান। এই দুজনের পরেই রয়েছে ফাইভ স্টারের তরুণ বাঁহাতি স্পিনার মাহফুজ রহমান। বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ দলের সদস্য মাহফুজ ৫ ম্যাচ থেকে তুলে নিয়েছেন ১৬ উইকেট। এছাড়া এছাড়া ছয়জন নিয়েছেন ৯টি করে উইকেট।
ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা অলরাউন্ডার তালেবের ব্যাট বল নিয়মিত হেসেছে। শীর্ষ দশের রান-উইকেটের দুই স্থানে রয়েছে দীর্ঘদিন শীর্ষ পর্যায়ে ক্রিকেট না খেলা রাজু। ব্যাটে করেছেন ১৮৩ রান। বল হাতে তুলে নিয়েছেন ১৫ উইকেট।
বিস্তারিত পরিসংখ্যান দেখুন প্রিন্ট পত্রিকায়