কল্যাণ রিপোর্ট : যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অস্টম ম্যাচে জয় পেয়েছে ম্যাগপাই ক্লাব। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৬৬ রানে ন্যাশনাল স্পোটিং ক্লাবকে পরাজিত করে। লিগে এটি ম্যাগপাই ক্লাবের টানা দ্বিতীয় জয়। ম্যাগপাই ক্লাব টানা দ্বিতীয় জয় পেলেও উল্টো অভিজ্ঞতা হয়েছে ন্যাশনাল স্পোটিং ক্লাবের। তারা হেরেছে দুই ম্যাচই।
টসে জিতে ন্যাশনাল স্পোটিং ক্লাবের অধিনায়ক ওবাইদুল হক মানিক প্রতিপক্ষ ম্যাগপাই ক্লাবকে ব্যাটিং আমন্ত্রন জানান। ম্যাগপাই ক্লাব ব্যাট করতে নেমে ৪২ ওভার ২ বলে অল আউট হওয়ার আগে ১৫৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩২ ওভার ১ বলে ৯০ রানে গুটিয়ে যায় ন্যাশনাল স্পোটিং ক্লাবের দলীয় ইনিংস।
ব্যাট হাতে ম্যাগপাই ক্লাবের মিলন বিশ^াস ৪৯, সহিদুজ্জামান সাদ ৩৪, মাসুম বিল্লাহ ২৩ ও মিরাজ মামুন ১৮ রান করেন। বল হাতে ন্যাশনাল স্পোটিং ক্লাবের তানভীর রহমান তালেব ১৪ রানে ৪টি, বাবু ২টি এবং সামিন ও পুতুম ১টি করে উইকেট দখল করেন।
ন্যাশনাল স্পোটিং ক্লাবের ব্যাট হাতে সাজিদ খান রিমন ২১, বাবু ১৭ ও আশরাফুজ্জামান রাজিব ১২ রান করেন।
ম্যাগপাই ক্লাবের সুমন ১৬ রানে ৩টি, মাসুম বিল্লাহ, মিলন বিশ^াস ও তৌফিকুল ইসলাম ২টি করে উইকেট দখল করেন।