নিজস্ব প্রতিবেদক: মানব ও বৈদেশিক মুদ্রাপাচারকারী চক্রের হোতা জুয়েল মোল্লাকে (৩৪) আটক করেছে যশোরের সিআইডি পুলিশ। আটক জুয়েল মোল্যা শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কলিমুল্লাহ মাস্টার কান্দির নুরুল হকের ছেলে।
বুধবার রাত ৮টার দিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদের নেতৃত্ব দুইটি টিম তাকে রাজধানীর গুলিস্তান থেকে আটক করে।
সিআইডি যশোরের পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান বলেন, গত ৩ অক্টোবর বেনাপোল সীমান্তে ইউএসএ ডলার, সৌদি রিয়েল, ভারতীয় রুপি ও বিদেশি মদসহ আশিক মিয়া (২৬) নামে একজনকে আটক হয়।
ওই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়। মামলাটির তদন্তভার যশোর সিআইডি পুলিশ গ্রহণ করে। সিআইডি মামলা তদন্তকালে আশিক মিয়াকে দুইদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে।
সিআইডি জিজ্ঞাসাবাদে ওই চক্রের হোতা জুয়েল মোল্লার সন্ধান পায়। বুধবার রাতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাকে আটক করা হয়।