নিজস্ব প্রতিবেদক
যশোরে যুবলীগের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) বিকালে ৫নং ওয়ার্ডের এমএম কলেজের দক্ষিণ গেটে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল এই খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করেন। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শাম্স পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল খান নিখিলের নির্দেশে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সার্বিক সহযোগিতায় এই ইফতার বিতরণ করা হয়।
কর্মসূচিতে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, শরীফ মাসুদ এ হিমেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম বনি, সাবেক সদস্য মিন্টু সাহা, যুবলীগকর্মী তছিকুর রহমান রাসেল, আলীমুজ্জামান আলী, গাজী রায়হান মৌমন, ইকবাল হোসেন, আরিফুজ্জামান রাজু, শামীম আহমেদ, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, রাসেল হোসেন, সজিব হোসেন, সুজন হোসেন প্রমুখ অংশ নেন।
গতকাল শনিবার (৮ এপ্রিল) শহরের ঢাকা রোড মোল্যা পাড়া মোড়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল ।