নিজস্ব প্রতিবেদক
দিনে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে প্রথমে সটকে পরে চোর চক্রের সদস্যরা। ওই পরিবারের পাঁচ সদস্য সেই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন। আর সুযোগ বুঝে গভীর রাতে ঘরের তালা ভেঙে সোনা, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। রোববার মধ্যরাতে যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ায় এ ঘটনা ঘটে।
বাড়ি মালিক হরেন্দ্র নাথ বর্মণ জানান, ঘরের বাইরে উঠানে তার রান্নাঘর। সেখানেই রান্না করা হয়। এমনকি রান্না করা খাবারও সেখানেই রাখা হয়। গত রোববার সকালে তার স্ত্রী রান্না করে সেখানেই রেখে দুপুরে খায়। সেসময় তেমনটি অসুবিধা না হলেও খাবার তিতা লাগে। রাতেও ফের তার স্ত্রী রান্না করেন। কিন্তু রাতের খাবার খাওয়ার পর তিনি তার স্ত্রী, দুই সন্তান ও বৌমা সকলেই অচেতন হয়ে পড়েন। এ সুযোগে চোরেরা তালা ভেঙে দুইটি ঘরের আলমারি, বাক্স ভেঙ্গে প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকাসহ প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র লুট করে নিয়ে যায়।
এই বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে।
