শরণখোলা প্রতিনিধি: শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মাছের খালে দুলাল হাওলাদার (২৫) নামের এক যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে। সোমবার দুপুরে পথচারীদের কাছে খবর পেয়ে জীবনদূয়ারী কালভার্ট সংলগ্ন খাল থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের রুহুল হাওলাদারের ছেলে। শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
এলাকাবাসী জানান, উত্তর রাজাপুর মাছেরখালপাড় গ্রামের রুহুল হাওলাদার জীবন জীবিকার তাগিদে দীর্ঘ দিন স্বপরিবারে সিলেটে বসবাস করতো। গত ৬/৭ মাস আগে তারা আবার গ্রামে ফিরে আসেন। তার পুত্র দুলাল হাওলাদার এলাকায় এসে বিভিন্ন ডোবা ও খালে মাছ ধরতো। সোমবার দুপুরে উত্তর রাজাপুর ও জীবনদুয়ারী গ্রামের মোহনার কালভার্ট দিয়ে যাওয়ার সময় পথচারীরা তার ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে স্বজনরা তার লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা তার মৃত্যুর সঠিক কোন কারণ জানাতে পারেনি। তবে তার মৃগি রোগ ছিল বলে দাবি করেন তারা।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান, এ ব্যাপারে শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।