বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় মরা গরুর মাংস বিক্রিকালে জনতা হাতে-নাতে কসাইসহ সহযোগীকে আটক করে। পরে স্থানীয় বাজার কমিটি ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শার্শা উপজেলার নিজামপুর বাজারে। আটক কসাই সূবর্ণখালী গ্রামের আলী ফকির (৪৩) ও সহযোগি ছোট নিজামপুর গ্রামের শুকুর আলী (৪৮)।
গোড়পাড়ার মাংস বিক্রেতা ইদ্রিস আলী বুধবার একটি মরা গরুর মাংস পাইকারি দরে কিনে নিজামপুর বাজারের কসাই আলী ফকিরের কাছে নিয়ে আসে। এ সময় মাংস দুর্গন্ধযুক্ত ও বিকৃত হওয়ায় ক্রেতাদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়।
ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, সকালে বাজারের কসাই আলী ফকিরের মাংসের দোকানে মাংস কিনতে গিয়ে দেখি পঁচা। সাথে সাথে দুই মণ মাংসসহ তাদের আটক করা হয়। পরে নিজামপুর বাজার কমিটি ১৫ হাজার টাকা জরিমানা করে এবং ওই মাংস পুড়িয়ে ফেলে।