নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শার শালকোনা মাঝেরপাড়া জামে মসজিদ থেকে রফিকুল ইসলাম রফির দোকান পর্যন্ত ২২৯ মিটার রাস্তার পাশে ড্রেন নির্মাণ শুরু হয়েছে। গতকাল সকালে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের মেম্বার শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইসমাইল হোসেন, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল গফুর, ইউপি সচিব আব্দুল হামিদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, শালকোনা মাঝেরপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তায় বর্ষা মৌসুমে পানি জমে চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছিলো। এলাকাবাসীর সুবিধার্থে মাঝেরপাড়া জামে মসজিদ থেকে রফিকুল ইসলাম রফির দোকান পর্যন্ত ২২৯ মিটার রাস্তার পাশে ড্রেন নির্মাণ করতে ইউপি সদস্য শহিদুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দের পর গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে ড্রেন নির্মাণ শুরু হয়েছে।
