নিজস্ব প্রতিবেদেক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ২০২২-২৩ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের বীজ, সার ও পাওয়ার টিলার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় শৈলকুপা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
মোট ১৩ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ প্রণোদনার বীজ, সার ও পাওয়ার টিলার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বনি আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান।
প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল হাই বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের খাদ্য সমস্যা দূর এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বিভিন্ন প্রকার সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের স্বাবলম্বী হতে তিনি আহ্বান জানান।