কল্যাণ ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের ৫ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে হারুনুর রশিদ ওরফে কসাই হারুন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা। হারুন লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ ইউনিয়নের চররুহিতা গ্রামের নবীগঞ্জ এলাকার মান্নানের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। রসুলগঞ্জ বাজারে মাংসের দোকান আছে তার।
হারুনের পরিবারের দাবি, স্ত্রীর পরকীয়ার জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে। পারিবার সূত্র যানায়, প্রায় ৫ মাস আগে রায়পুরের চরবংশী ইউনিয়নের মুনছুরের মেয়ে বৈশাখী আক্তারের (১৬) সঙ্গে হারুনের পারিবারিকভাবে বিয়ে হয়। আড়াই মাস আগে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
হারুনের পরিবার হত্যার অভিযোগ তুলে বলেন, বিয়ের পর থেকে স্ত্রী বৈশাখী হারুনের সঙ্গে খারাপ আচরণ করতেন। বৈশাখী ঠিকমতো সংসার করতেন না। অন্য ছেলের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই ছিল।
সোমবার (১৬ জানুয়ারি) রাতে হারুন তার শ্বশুরবাড়িতে ছোট শ্যালিকা প্রিয়ার জন্মদিনের দাওয়াতে যান। সেখানে তার ভায়রা জুয়েলসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া হয়। রাত ৩টার দিকে শ্বশুরবাড়ির লোকজন হারুনের পরিবারকে তার মৃত্যুর সংবাদ দেয়।
হারুনের পরিবারের অভিযোগ, হারুনকে তার ভায়রাসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। হারুনের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।
রায়পুরের হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান বলেন, ঝুলন্ত অবস্থায় হারুনের মরদেহ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হারুনের ঝগড়া হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: রামপুরায় গৃহবধূর আত্মহত্যা
১ Comment
Pingback: ৪ পা-বিশিষ্ট শিশুর জন্ম দিলেন নাছরিন - দৈনিক কল্যাণ