নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল সকালে এ সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ।
প্রধান আলোচক ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্কুলের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিক, রাশেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক রাম কৃষ্ণ রায়। এ স্কুলের মোট ৬৮ শিক্ষার্থীর মধ্যে ১১জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ।
এদিকে একই অনুষ্ঠানে প্রধান শিক্ষক শেখ গোলাম মোহাম্মদ ও সিনিয়র শিক্ষক আব্দুর রব মোল্লা সংবর্ধনা দেয়া হয়। সবশেষে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ।