নিজস্ব প্রতিবেদক
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫জনের বিরুদ্ধে রাকিবের মা শহরের শংকরপুর আরকে মিশন রোডের কাজী তৌহিদের স্ত্রী ফয়জুন্নাহার বাদী হয়ে এই মামলাটি করেছেন।
আসামিরা হলো, চাঁচড়া ইসমাইল কলোনীর কাজী খালিদ হোসেনের ছেলে ইমন, পিয়ারু কাজীর ছেলে ও এসময়ের শীর্ষ মাদক কারবারি কাজী তারেক, তারেকের ছেলে তানভীর, চাঁচড়া রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির, চাঁচড়া জামতলার মৃত জলিল মুন্সির ছেলে রিয়াজ, শংকরপুর সার গোডাউন এলাকার মৃত আফজাল কাজীর ছেলে আকাশ, এসকেনের ছেলে ইয়াছিন ও বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের কানা বাবুর ছেলে ট্যাটু সুমন।
মামলায় উল্লেখ করা হয়েছে, রাকিব চাঁচড়া বাবলাতলা চারা মাছের ব্যবসা করে। আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। রাকিব বিভিন্ন সময় আসামিদের মাদকের কারবার করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা রাকিবকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে। তারই জের ধরে গত ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি ইমন বাড়িতে এসে রাকিবকে ডেকে বাইরে নিয়ে আসে। এরপরে তাকে এলোপাতাড়ি গুলি করে। দুইটি গুলি তার বুকের দুই পাশে ও একটি তার বাম হাতে লাগে। এরপরে রাকিবের চিৎকারে বাড়ি থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে রাকিব সেখানেই চিকিৎসাধীন রয়েছে।