নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মাঠপাড়ায় অবৈধভাবে জরিমানা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে কৃষি অধিদফতর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নকল সার তৈরির প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপপরিচালক সেলিমুজ্জামান ও যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা।
অভিযানকালে দেখা যায়, সিমেন্ট, চুন, সাদা পাথরের গুড়া ও কাদা মাটি ব্যবহার করে নামী সার কোম্পানির মোড়কে নকল সার তৈরি করা হচ্ছিল। এসব নকল সার বাজারজাত করা হলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিজমির উর্বরতা মারাত্মকভাবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, দীর্ঘদিন ধরে গোপনে এই কারখানায় নকল সার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এতে কৃষকরা প্রতারিত হচ্ছেন এবং ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সেলিমুজ্জামান বলেন, নামী সার কোম্পানির মোড়ক ব্যবহার করে নকল সার তৈরির দায়ে কারখানার মালিক ইকরামুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুইটি ধারায় মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা নকল সার ও সার তৈরির কাঁচামাল ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয় এবং কারখানাটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় সারসহ কৃষি উপকরণে ভেজাল ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ সময় অভিযানে কৃষি বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
