নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা জেকে মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রী অপহরণের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঝিকরগাছা বড় খলসি বর্তমানে শহরতলীর চাঁচড়া চেকপোষ্ট মোড়ের বাসিন্দা ওই ছাত্রীর মা সোমবার রাতে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় ফরিদুল ইসলামসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আপসামি করা হয়। ফরিদুলের বাড়ি ঝিকরগাছা উপজেলার বড় খলসী গ্রামে।
মামলায় উল্লেখ করা হয়েছে, তার মেয়ে ঝিকরগাছা জেকে মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে পড়ে। আসামিরা তার প্রতিবেশি। আসামি ফরিদুল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলো। মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি ফরিদুলসহ অজ্ঞাত আসামিরা অপহরণ করার হুমকি দেয়। বিষয়টি ওই স্কুল ছাত্রী তার পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের জানায়। এরই ধারাবাহিকতায় ২ এপ্রিল রাতে আসামি ফরিদুলসহ অজ্ঞাত আসামিরা শহরতলীর চাঁচড়া চেকপোস্টের বাড়ির সামনে থেকে মেয়েকে ফুঁসলিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে শহরের দিকে নিয়ে যায়। ফরিদুল ইসলাম অসৎ উদ্দেশ্যে মেয়েকে অপহরণ করে। অনেক খোঁজাখুজি করে না পেয়ে থানায় মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মনিরুজ্জামান জানান, আসামি আটকের জন্য অভিযান অব্যাহত আছে।