ঢাকা অফিস
জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১,২৩২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়াল প্রেস কনফারেন্সে নতুন দাম ঘোষণা করার সময় বিইআরসি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল জানান, নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হবে।
তিনি আরো বলেন, “সরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি, তাই আগের মতোই তা ৫৯১ টাকা থাকবে।”
এলপিজি-র খুচরা মূল্য প্রতি কেজি ১০২.৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকার জন্য সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।
এর আগে ডিসেম্বরে কমিশন এলপিজির দাম ৪৬ টাকা বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল ১ হাজার ২৯৭ টাকা।
নভেম্বরে, রান্নার জন্য ব্যবহৃত এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১,২৫১ টাকা।
শেষবার এলপিজি-এর ১২ কেজি সিলিন্ডারের দাম কম ছিল গত বছরের অক্টোবরে। সে মাসে সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করা হয়।
৩ Comments
Pingback: ডিসেম্বরে ৫৩৬ কোটি ডলারের পণ্য রপ্তানি - Dainikkalyan
Pingback: খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ - Dainikkalyan
Pingback: ঢাকা দক্ষিণ সিটির ৩ কর্মকর্তাকে বরখাস্ত - Dainikkalyan