নিজস্ব প্রতিবেদক
শার্শার লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা মান্দারতলা ও বহিলাপোতায় গতকাল উঠান বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি জনগণের কাছে তারেক রহমান ঘোষিত ৩১ দফার রাষ্ট্র মেরামতের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়মিত এসব বৈঠকে অংশ নিচ্ছেন।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এখনই সময়। আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে সবাই ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কিত তথ্য পৌঁছে দিতে হবে। তিনি সতর্ক করেন, একটি মৌলবাদী দল ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় ছলনা ও বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণকে তাদের থেকে সাবধান থাকতে হবে।
মফিকুল হাসান তৃপ্তি আরও বলেন, শ্রমিক অধিকার ও কল্যাণ, যুবসমাজের কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, আধুনিক কৃষি, যোগাযোগ ও অবকাঠামো, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এসব ক্ষেত্রের উন্নয়নই দেশের প্রকৃত অগ্রগতির ভিত্তি। তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচন হবে গণতান্ত্রিক আন্দোলন সফলতার প্রধান হাতিয়ার এবং জনগণের ন্যায্য ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক শক্তি দৃঢ় হবে। ১৭ বছর স্বৈরাচারের সময় জনগণ জিম্মি ছিল, আর আজ সেই স্বৈরাচারের অনুসারীদের নিয়ে মৌলবাদী দল নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে।
উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ ও কুদ্দুস আলী বিশ্বাস, বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মুনতাসিম আজিম সাগর, যুবদল নেতা ইমতিয়াজ রিয়াল, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি সুলতান মাস্টার, বেনাপোল পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন মোড়ল লাবু, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, জেলা ছাত্রদল সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব মন্ডল, ঢাকা কলেজ ছাত্রদল সাবেক যোগাযোগ সম্পাদক আরিফুল ইসলাম বাপন, শার্শা ছাত্রদল নেতা বিপ্লব হোসেন প্রমুখ।

 
									 
					