নিজস্ব প্রতিবেদক
‘এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো’ গানটি গাওয়ার সাথে সাথে নিজেদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানোর স্বপ্নের জানান দিচ্ছিলো কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা। সোমবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়া ২৪০ ক্ষুদে ছাত্রীর নবীনবরণ অনুষ্ঠানে এমন গান পরিবেশন করে ছোট শিক্ষার্থীরা।
নবীনবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের এবং ছোট শোনামনিদের গান, দলীয় গান, নৃত্য, দলীয় নৃত্য আর আবৃত্তিতে মনোমুগ্ধকর হয়ে ওঠে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীসহ তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম ফখরুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক হুসাইন শওকত ও জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা একটি সনামধন্য বিদ্যালয়ে পড়তে এসেছো। এখান থেকে পড়াশোনা করে অনেকে দেশ সেবায় অবদান রেখেছে। তোমাদেরও সুন্দরভাবে মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে।
সর্বশেষ
- শার্শায় পেট্রোল পাম্প দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- কথিত এনায়েতকে চিনেন না মফিকুল হাসান তৃপ্তি
- ভারতে বাংলাদেশি ইলিশের দামে আগুন
- অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- প্রভাবমুক্ত এসএসসি পরীক্ষা নিতে ১৪০ ভেন্যু কেন্দ্র বাতিল করছে যশোর বোর্ড
- কাজিপুরে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া
- বিএনপি নেতা অমিতের পক্ষ থেকে যশোর পৌর ও সদরের ৮৪ মন্ডপে অর্থ প্রদান
- ভৈরব নদের পাড়ের দোকান উচ্ছেদ