আন্তর্জাতিক ডেস্ক
দুবাই পুলিশের কার্যকর পদক্ষেপ এবং বাংলাদেশি কর্মকর্তাদের সহায়তায় অবশেষে উদ্ধার হয়েছে প্রায় ১১ লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ কোটি) মূল্যের গহনা ভর্তি একটি ব্যাগ। এই ব্যাগটি ভুলবশত একজন বাংলাদেশি যাত্রী নিয়ে গিয়েছিলেন তার সঙ্গে, আর ঘটনাটি ঘটেছিল একটি জুয়েলারি প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে।
দুবাইয়ের এক প্রবাসী জুয়েলারি ব্যবসায়ী জিসিসিভুক্ত দেশে (আরব উপসাগরীয় অঞ্চলের জোট) গিয়েছিলেন একটি প্রদর্শনীতে অংশ নিতে। সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন চারটি ব্যাগ, যেগুলোর একটিতে ছিল হীরাসহ মূল্যবান গহনা, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ দিরহাম।তবে গন্তব্যে পৌঁছে তিনি বিস্মিত হয়ে দেখেন, তার সঙ্গে থাকা একটি ব্যাগ আসলে তার নয়। অবিলম্বে তিনি সেদিনই সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ফিরে এসে দুবাই পুলিশের এয়ারপোর্ট সিকিউরিটি বিভাগে একটি অভিযোগ দায়ের করেন। খবর খালিজ টাইমসের।
বিশেষ তদন্ত দল গঠন করে পুলিশ জানতে পারে, এক বাংলাদেশি যাত্রী নিরাপত্তা তল্লাশির সময় ভুল করে হুবহু একই ধরনের ব্যাগটি নিয়ে ফেলেছিলেন, যেটি ছিল সেই জুয়েলারির ব্যাগ। পরবর্তীতে তিনি বাংলাদেশে ফিরে যান। অন্যদিকে, জুয়েলারি ব্যবসায়ীও ভুল করে ওই বাংলাদেশি যাত্রীর ব্যাগ নিয়ে ফেলেছিলেন।
দুবাই পুলিশ এরপর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে এবং ইউএই-এর ঢাকাস্থ দূতাবাস ও সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সরাসরি সমন্বয়ের মাধ্যমে গহনার ব্যাগটি শনাক্ত করে উদ্ধার করে ইউএই-তে ফেরত আনতে সক্ষম হয়।
ব্যবসায়ী দুবাই পুলিশকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কতটা কৃতজ্ঞ আমি। মানুষের খুশির জন্য আপনাদের নিষ্ঠা ও দায়িত্ববোধ প্রশংসার ঊর্ধ্বে।’ একই সঙ্গে দুবাই পুলিশ বাংলাদেশি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে এবং পুলিশি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।