মহেশপুর প্রতিনিধি: শুক্রবার সন্ধ্যায় মহেশপুর মাটিরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে শিশুসহ ১২জন ৫৮ বিজিবি’র হাতে আটক হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, লেবুতলা মাঠের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো, ঢাকা জেলার সালাম হোসেন (৪০), রেহেনা বেগম (৩৯), সালমা (১৬), সাইফুল ইসলাম (৭), সাইদুর রহমান (৪), করু রঞ্জন সরকার (৪৭), পিরোজপুরের জাকিয়া (২৬), জাহিদুল (৬), ঠাকুরগাঁওয়ের লাইজু (২৫), যশোরের জাকির হোসেন (২২), জাহানা শেখ (৩২), মাদারিপুরের সঞ্চিত ভক্ত (৩১)।
বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।