নেংগুড়াহাট প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার নির্বাচন বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করেন।
নির্বাচনে আবুল হোসেন সানা প্যানেল বিজয়ী হয়েছেন। বিজয়ী প্যানেলের শামছুল রহমান ৯৫ ভোট, আব্দুল আলীম ৯৫, রবিউল ইসলাম ৯৪, সওকত আলী ৮৯ ও সংরক্ষিত মহিলা মারীজা খাতুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার। সার্বিক নিরাপত্তায় ছিলেন- রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ। নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাজরাকাটী আহমাদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও আওয়ামী লীগ নেতা গোলাম মোক্তাদির মন্টু।