অভয়নগর প্রতিনিধি: অভয়নগরে এপিবিএন পুলিশের অভিযানে ৫শ’ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিল ও মাদক কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদ পেয়ে খুলনার এপিবিএন পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুরে নওয়াপাড়ায় অভিযান চালায়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ক্রেতা সেজে চিহ্নিত মাদক বিক্রেতা উপজেলার শুভরাড়া গ্রামের ইমরান ফকির (৩৪) ও নড়াইল সদরের আকবপুর গ্রামের গৌতম হালদারকে (৪৫) উক্ত মাদকসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
এপিবিএন পুলিশের এসআই গৌতম কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: সৌর আলোয় পাল্টে গেছে মণিরামপুরের গ্রামীণ জনপদ