অভয়নগর প্রতিনিধি: অভয়নগর উপজেলায় যুব মৈত্রীর ৮ম কংগ্রেস সেবাবার সন্ধ্যায় সম্পন্ন হয়। কংগ্রেসে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক সুশান্ত দাস, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেনসহ অন্যান্যরা।
সেমাবার বিকালে ওয়ার্কার্স পার্টির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত কংগ্রেসে এ কমিটি গঠিত হয়।
যুব মৈত্রীর উপজেলার সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ছবদুল হোসেন, জেলা ওয়ার্কাস পার্টির নেতা হারুণ অর রশিদ মল্লিক, বৈকুন্ঠ বিহারী রায়, কেন্দ্রীয় যুব মৈত্রীর সহসভাপতি অনুপ কুমার পিন্টু, সাবেক ছাত্র মৈত্রীর জেলা নেতা রাশেদ হোসেন প্রমুখ।