নিজস্ব প্রতিবেদক: যশোরের চাঞ্চল্যকর রনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নুরু মহুরি আদালতে আত্মসমর্পণ করেছেন। নুর ইসলাম নুরু মহুরি যশোর সদর উপজেলার ভাতুড়িয়া নারায়নপুর গ্রামের মৃত ওসমানের ছেলে।
সোমবার যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামানিকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত পহেলা অক্টোবর সন্ধ্যায় চাঁচড়া গোলদার পাড়ার বাবর আলীর ছেলে রনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ২ অক্টোবর রাত আটটায় চাঁচড়া বর্মণ পাড়ার শ্বশানের পাশের একটি খাল থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রনির মা ছায়রা বেগম নারায়নপুরের মৃত ওসমানের ছেলে নুরু মহুরী ও তার ছেলে ইসরাজুলসহ ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরেই চাঁচড়া বর্মন পাড়ার পুলিন বর্মনের ছেলে রকিকে আটক করে।
এ মামলায় দীর্ঘদিন পলাতক থেকে এক পর্যায় উচ্চ আদালত থেকে জামিন নেন। সর্বশেষ সোমবার আদালতে নিম্ন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন জানালে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ।