নিজস্ব প্রতিবেদক: খুলনায় চলন্ত ট্রেনের ধাক্কায় আযম খান সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী যশোরের আব্দুল আজিজ মারা গেছেন। সোমবার নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
আব্দুল আজিজ যশোরের ঝিকরগাছা উপজেলার নিত্যানন্দকাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি আযম খান সরকারি কমার্স কলেজের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং খুলনায় থেকে লেখাপড়া করতেন।
জানা গেছে, সোমবার দুপুরে খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় সকাল থেকে ঘোরাঘুরি করছিলেন আব্দুল আজিজ। দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে শিরোমনি হাবিব বিল্ডিংয়ের রাস্তা ধরে পশ্চিম দিকে হাটা শুরু করেন তিনি।
এর কিছুক্ষণ পর বেনাপোলগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর প্রান্তে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবির আহমদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। ছেলেটি কী কারণে সেখানে অবস্থান করছিলেন তা এখনো জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।